

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের কথন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ আগস্ট) বিকেলে শহরের উজানী পাড়ায় দলীয় কার্যালয়ে এই সভা হয়।সভায় সভাপতিত্ব করেন দলের জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন (মিজান)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তী।আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ক্য সা মং মার্মা।তিনি বলেন, “গত সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। স্বৈরতান্ত্রিক আচরণই জনগণকে গণ-অভ্যুত্থানের দিকে ঠেলে দেয়।অনিয়ম,দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ থেকেই সরকারের পতনে সক্রিয় অংশগ্রহণ দেখা যায়।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেন আর কোনো সরকার স্বৈরাচার হতে না পারে,সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন এডভোকেট উবা থোয়াই মার্মা,প্রচার সম্পাদক সুজর্জ তংচংঙ্গ্যা,স্থানীয় নেতৃবৃন্দসহ গণসংহতি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।একই দিন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।পায়েল দের সঞ্চালনায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলার সংগঠক আলেকজান্ডার বম এর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট উবা থোয়াই মার্মা বলেন,বান্দরবান ছাত্রছাত্রীদের জ্ঞান বৃদ্ধিতে এমন আয়োজন অবদান রাখবে।ভবিষ্যতে ছাত্র ছাত্রীরা জ্ঞান বৃদ্ধি করে নিজের দেশের উন্নয়ন কাজ করতে পারবে।