দেড় বছর পর রাজপথে নামলো জনসংহতি নেতাকর্মীরা


প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০১৭ ৪:৫২ : অপরাহ্ণ 670 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পলাতক জীবন ছেড়ে দীর্ঘ দেড় বছর পর আবারও রাজপথে নেমেছেন পাহাড়িদের সংগঠন বান্দরবানের জনসংহতি সমিতির নেতাকর্মীরা।অপহরণ,চাঁদাবাজী ও সন্ত্রাস দমন মামলায় সংগঠনটির অর্ধশত নেতাকর্মী পলাতক জীবনযাপন করে আসছিলেন।তবে সংগঠনটির প্রতিষ্ঠাতা এমএন লারমার ৩৪তম মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীরা এই প্রথম মাঠে নামলেন।শুক্রবার যথাযোগ্য মর্যাদায় জনসংহতি সমিতি ও তাদের অঙ্গসংগঠনগুলো জেলা শহর ও উপজেলাগুলোতে এই কর্মসূচি পালন করে।এদিন সকালে জেলা ও উপজেলাগুলোতে প্রথমে শোডাউন করে নেতাকর্মীরা।পরে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে তিন শতাধিক নেতাকর্মী এমএন লারমার স্মরণে খালি পায়ে হেঁটে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।এতে জনসংহতি সমিতির নেতাকর্মী ছাড়াও হিল উইমেন্স ফেডারেশন,যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।পরে দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।গত বছরের ১৩ জুন বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মংপ্রু মারমা অপহরণের ঘটনায় জনসংহতি সমিতি ও তাদের অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা দায়ের করে আওয়ামী লীগ।অপহরণ,চাঁদাবাজি সন্ত্রাসদমন আইনে করা মামলায় জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা,কেন্দ্রীয় নেতা জলিমং মারমা,উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমাসহ জনসংহতি সমিতি পাহাড়ী ছাত্র পরিষদের অর্ধশত নেতা কর্মীকে আসামি করা হয়। এ সময় বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হলে অন্য নেতারা গ্রেফতার এড়াতে পলাতক ছিল।তবে মামলাগুলোতে আসামিরা এখন জামিনে রয়েছেন।একটি মামলার নিষ্পত্তিও হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নেতাকর্মীরা এখন মাঠে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা।সংগঠন কে শক্তিশালী করতে জেলা ও উপজেলা কমিটি গুলো গোছানোর কাজ শুরু হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর