

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ তম আসন বান্দরবানে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে যৌথভাবে শান্তিপূর্ণ পদযাত্রা করেছে জাবেদ অনুসারী নেতাকর্মীরা।পদযাত্রাটি সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এসময় জাবেদ রেজা অনুসারীরা বলেন,বর্তমান ঘোষিত প্রার্থী সাচিং প্রু জেরীকে নিয়ে আপত্তি রয়েছে।গত ১৭ বছর দলের নেতাকর্মীদের কোনো খোঁজ খবর না রাখা এই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে দল।আমরা এই মনোনয়ন পরিবর্তনের জোর দাবী জানাচ্ছি।একইসঙ্গে বান্দরবান আসনের মনোনয়ন পরিবর্তন করে জাবেদ রেজাকে প্রার্থী হিসেবে পুনরায় বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়।বান্দরবান ৩০০ নং আসনে জয়ী হতে হলে জাবেদ রেজার কোনও বিকল্প নাই।এসময় তারা আরো বলেন,দীর্ঘদিন ধরে দল ও এলাকার স্বার্থে কাজ করে আসায় জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়াই তৃণমূলের দাবি।পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম শিকদার,মহিলাদল নেত্রী সাই সাই নু তোতোসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।







