

বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউটের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট হলরুমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও রক্তের লাল পথ পেরিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।পরে মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউটের পরিচালক (চলতি দায়িত্ব) মং নু চিং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের কনভেনিং কমিটি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো।এ সময় অনুষ্ঠানে প্রাণ গোপাল সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক এম এ হাকিম চৌধুরী,দৈনিক প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বিনা তংঞ্চঙ্গ্যা ও মেহের সুলতানা রেনিস।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ক্ষুদ্রনীগোষ্ঠী ইনস্টিটিউটের সংগীত শিক্ষক ও আমরা কুড়ি জাতীয় শিশু-কিশোর সংগঠন বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক সঙ্গীত গুরু কালীপদ দে,সাধারণ সম্পাদক ও তবলা শিক্ষক সুমন মজুমদার প্রমুখ।