শিরোনাম: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট বান্দরবানে আলেম সমাজের সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস জেলা প্রশাসক মেধাবৃত্তি,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সেনা জোনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি বান্দরবানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তাঃ সুস্থ হয়ে ফিরছে ১১ বছরের জিংক থান ময় বম

নারীর প্রতি নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৬ নভেম্বর, ২০২১ ১২:৩৭ : অপরাহ্ণ 426 Views

বান্দরবানের বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে “আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ” প্রকল্পের ৩০টি কিশোরী ক্লাব থেকে ৩৫জন কিশোরীর অংশগ্রহণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধের এখনই সময় শীর্ষক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারি শিক্ষক মো: আমিনুর রহমান প্রামাণিক।

প্রতিযোগিতায় চেমী ডলুপাড়ার পাইংআমুই কিশোরী ক্লাবের সদস্য ডচিংমে র্মামা প্রথমস্থান অর্জন করেন এবং তালুকদার পাড়ার দেবী কিশোরী ক্লাবের সদস্য মেঞোচিং র্মামা ২য় ও থোয়াইগ্য পাড়ার জিসাওয়া কিশোরী ক্লাবের সদস্য খ্যাইউচিং র্মামা ৩য় স্থান অধিকার করেন।

এদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর “ আমাদের জীবন , আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ ” প্রকল্পের প্রকল্প সম্বনয়কারী দীধিতি চাকমার সংঞ্চালনা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাইপ্রæ নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট বাসিংথোয়াই র্মামা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারি শিক্ষক মো: আমিনুর রহমান প্রামাণিক,মানবাধিকার ও সমাজকর্মী অং চ মং র্মামা,অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর প্রোগ্রাম ডিরেক্টর দীনেন্দ্র ত্রিপুরা।এসময় প্রধান অতিথি এ্যাডভোকেট বাসিংথোয়াই র্মামা বলেন,জাতিসংঘ কর্তৃক প্রণীত ও গৃহীত আর্ন্তজাতিক বিভিন্ন ঘোষণা,সনদ ও দলিলে অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নির্মূল এবং সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গিকারবদ্ধ। সাংবিধানিক ও আন্তর্জাতিক অঙ্গীকারের অনুকূলে নারীর প্রতি বৈষম্য দূরীকরণে রাষ্ট্রে বিভিন্ন আইন এবং নীতিও প্রণীত হয়েছে। তারপরও আমাদের সমাজে অধিকাংশ নারী বিভিন্ন ধরনের বৈষম্য ও ধর্ষনের শিকার হচ্ছে। এসময় তিনি আরো বলেন,পার্বত্য অঞ্চলে নারী ও কিশোরীরা সহিংসতা শিকার হলেও অনেক সময় লোকচক্ষুর আড়ালে থেকে যায়, কিভাবে আইনী সহায়তা নেবে এসব সর্ম্পকে তাদের অনেকেই জানেনা। এসময় প্রধান অতিথি এ্যাডভোকেট বাসিংথোয়াই মার্মা কিশোরীদের আরো সচেতন হয়ে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ায় আহবান জানান। তিনি কিশোরী ক্লাবের সদস্যরা যেকোন নির্যাতনের শিকার হলে সকল প্রকার আইনী সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্টানে বিশেষ অতিথি অংচমং র্মামা বলেন,কেবল সহিংসতার ঘটনা ঘটলে তার প্রতিকারে মনোযোগ দিলেই হবে না, সহিংসতা যাতে না ঘটতে পারে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।আর মেয়ে হিসেবে সচেতন থাকতে হবে এবং সকল প্রকার নারী ও মেয়ে শিশুর এবং প্রতিবন্ধী নারীদের জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন,শরীর আমার,মন আমার,সিদ্ধান্ত আমার,তাই নিজেকে সংযত রাখতে হবে।আমাদের সকলকে মা বাবার কথা মান্য করে চলতে হবে এবং যেকোন নির্যাতন সংঘটিত হলে প্রতিবাদ করতে হবে,নিজে না পারলে সমষ্টিগতভাবে অপরাধীদের আটকাতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!