খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে বান্দরবানে ভিক্ষু পরিষদের মানববন্ধন


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৬ ফেব্রুয়ারি, ২০২২ ৩:১২ : অপরাহ্ণ 339 Views

গত ৩০ জানুয়ারি দুর্বৃত্তদের হাতে ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথেরো হত্যা ও জ্ঞান জ্যোতি ভিক্ষুকে কুপিয়ে জখম করার প্রতিবাদে আজ ৬ ফেব্রুয়ারি ( রবিবার) সকালে বান্দরবান মুক্তমঞ্চে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেছে পার্বত্য ভিক্ষু পরিষদ।পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত পঞ্ঞা নন্দ মহাথের ভান্তে সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন ভদন্ত তেজপ্রিয় মহাথের ভিক্ষু।অংশৈ মং মার্মা,ভদন্ত কল্যাণ মিত্তা ভিক্ষু ভদন্ত গুনবর্ধন মহাথের।সমাবেশে বক্তারা বলেন হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করে অনতিবিলম্বে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।উল্লেখ্য যে,গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সদর উপজেলার ধর্মসুখ বৌদ্ধ বিহারের ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথেরোকে দুর্বৃত্তদের একটি দল হত্যা করে। পরবর্তীতে বিহারে লুটপাট চালায়। তিনি ধর্মসুখ বিহারের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলেন। তার পরদিন চট্টগ্রামস্থ জুম্ম চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞান জ্যোতি ভিক্ষুকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে।তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!