

বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের দুই সদস্যসহ তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ওরকান ম্রো (৭১),তার নাতনি তুমলে ম্রো (১৭) একই পরিবারের ও প্রতিবেশী রাওলেন ম্রো (৪০)।তারা সবাই সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়,রাতে ঘুমিয়ে ছিলেন ওরকান ম্রো ও তার নাতনি তুমলে।হঠাৎ ঘরের ফ্রিজ থেকে শর্ট সার্কিট শুরু হয়।বিদ্যুৎ প্রবাহের বিষয়টি আঁচ করে তুমলে ফ্রিজের লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হয়। নাতনিকে বাঁচাতে এগিয়ে যান দাদী ওরকান ম্রো,কিন্তু তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।আরেক পাড়াবাসী রাওলেন ম্রো তিনিও তার বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।এই মর্মান্তিক তিন নারীর মৃত্যুর ঘটনায় পাড়াবাসীর ও পরিবারে নেমে আসে শোকের ছায়া।একসাথে মা ও মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ রেংখেন ম্রো।পাড়াবাসীরা জানিয়েছেন, এলাকাটির উপরে স্থাপিত ট্রান্সফরমারটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল।প্রায়ই সেখানে আগুন দেখা যেত।পাড়ার বাসিন্দা ইয়ং ইয়াং ম্রো জানান, “গত দুই বছর ধরে আমরা বারবার বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়েছি,তারা বলেছে কোনো সমস্যা হবে না।অথচ গতকাল রবিবারও ট্রান্সফরমারে আগুন দেখা গেছে।” এলাকাবাসীর অভিযোগ,বিদ্যুৎ বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের অবহেলা ও দায়িত্বহীনতায় এই দুর্ঘটনা ঘটেছে।তাদের প্রশ্ন অভিযোগ করার পরও কেন সময়মতো ব্যবস্থা নেয়া হয়নি? এদিকে পুরো পাড়ায় শোকের মাতম।সবার মুখে একটাই কথা “এ মৃত্যু অনাকাঙ্ক্ষিত,এই ব্যথা অপূরণীয়।”