এই মাত্র পাওয়া :

পর্যটকের মৃত্যুঃ ট্যুর এক্সপার্ট এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৪ জুন, ২০২৫ ৫:৪৯ : অপরাহ্ণ 778 Views

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ভ্রমনে এসে স্মৃতি আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ “ট্যুর এক্সপার্ট”এর এডমিন বর্ষা ইসলাম বৃষ্টি’র বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়ের করেছে স্মৃতি আক্তারের পিতা মোঃ হাবিবুর রহমান।সেই মামলা দায়েরের পর ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টি কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) নিহত স্মৃতি আক্তারের পিতা মোঃ হাবিবুর রহমান বাদি হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,ফেসবুক গ্রুপ “ট্যুর এক্সপার্ট”এর এডমিন ও যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর ইউপির আড়পাড়া এর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল ইসলামের কন্যা বিবাদী বর্ষা ইসলাম বৃষ্টি তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন।

তার ক্রিসতং রুংরাং সামিট (৩০ তম) ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার গত (৮ জুন) আলীকদমের উদ্দেশ্যে রওনা হন।এরপর থেকে তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।পরে গত ১৩ই জুন আলীকদমের তৈন খালের মোড় থেকে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।মামলার এজহারে আরো উল্লেখ করা হয়,বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে স্থানীয় গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যাঁ কে নিয়ে ৩৩ জনের ট্যুর আয়োজন করেন।আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তিনি পর্যটকদের অবগত করেন নি।

তাদের ট্যুর টিম গত ৯ই জুন দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশ্যে রওয়ানা হন। গত ১০ই জুন বর্ষা ১২ জন পর্যটক ও গাইডকে নিয়ে খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশ্যে যান।যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন।অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই মোঃ হাসান চৌধুরী শুভ’র মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ী পথ পেরিয়ে আলীকদম সদরে ফেরত পাঠালে গত ১১ই জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার,মোঃ হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন।পরে গত ১২ই জুন শেখ জুবাইরুলের মরদেহ এবং ১৩ই জুন স্মৃতি আক্তারের মরদেহ পুলিশ উদ্ধার করলেও মোঃ হাসান চৌধুরী শুভ এখনও নিখোঁজ রয়েছেন বলে এজহার সুত্রে জানাযায়।মামলার বাদী মোঃ হাবিবুর রহমানের দাবী ট্যুর এক্সপার্টএর এডমিন বর্ষা ইসলাম বৃষ্টি’র অবহেলা ও অদক্ষতার কারণেই স্মৃতি আক্তারের মৃত্যু হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন,নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ট্যুর এক্সপার্ট এর এডমিন বর্ষা ইসলাম বৃষ্টি’র বিরুদ্ধে নিহত স্মৃতি আক্তারের পিতা বাদি হয়ে আলীকদম থানায় একটি মামলা দায়ের করেছেন।এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাউছার বলেন পার্বত্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে ট্যুর অপারেটর এজেন্সি গুলোর আরো বেশি দক্ষতা থাকা প্রয়োজন।ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য ট্যুর অপারেটর ও গাইডদের সতর্কতা অবলম্বন করা জরুরী।এদিকে স্থানীয় আলীকদম উপজেলা প্রশাসন নতুন পর্যটন সংশ্লিষ্ট সকল প্রতিনিধিদের নিয়ে নিরাপদ পর্যটন পরিবেশ নিশ্চিতে কাজ শুরু করেছে।প্রশাসন পর্যটন ব্যবস্থায় শৃঙ্খলা তৈরিতে বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করার কথা জানিয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর