চাঁদের গাড়ি ভাড়া নিয়ে কারসাজির সুযোগ নেইঃ বলছে জিপ মালিক সমিতি!


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০২১ ১১:৫২ : পূর্বাহ্ণ 490 Views

হাজার হাজার পর্যটকের পদচারণায় বান্দরবানের সবগুলো দর্শনীয় স্থান এখন মুখরিত।বান্দরবান শহরে হোটেল-মোটেল মালিক সমিতির সদস্যভুক্ত ৫৫টি হোটেলের একটি রুমও খালি নেই।জেলা শহরের গনেশ পাখি চত্বর থেকে মেঘলা ও নীলাচল সংযোগ সড়কের অধিকাংশ জায়গায় তীব্র যানজট থাকলেও পর্যটক আগমন থেমে নেই।পর্যটকের চাপে হোটেল-মোটেল এবং খাবারের হোটেল-রেস্তোরাঁ গুলোর ব্যাস্ততার পাশাপাশি ব্যাস্ততা বেড়েছে দর্শনীয় স্থানগু‌লো ভ্রমণের জন্য পর্যটকবাহী জিপ গাড়ির।যা চাঁদের গাড়ি হিসেবেও ব্যাপকভাবে পরিচিত।টানা তিনদিনের সরকারি বন্ধ এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান জেলায় আগত বিপুলসংখ্যক পর্যটকদের সেবায় এসব গাড়ি প্রচন্ড পরিমাণ ব্যাস্ত সময় পার করছে।ব্যাস্ততার এই সুযোগ নিয়ে বান্দরবানে আগত পর্যটকদের কাছ থেকে জিপ গাড়ি গুলো অতিরিক্ত ভাড়া আদায় করার মতো গুরুতর অভিযোগ উঠছে।এসব ক্ষেত্রে শুধু পর্যটকরা অভিযোগ তুলছে তা নয়,স্থানীয় জনসাধারণের অনেকেই জনপ্রিয় স্যোশাল মাধ্যম ফেসবুকে ভাড়ার নামে গলা কাটছে বলে বিক্ষিপ্তভাবে অভিযোগ তুলেছে।যা নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।সাথে নতুন করে যুক্ত হয়েছে চালকদের অপেশাদার আচরণ, অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো,যত্রতত্র পার্কিং সহ নানা অভিযোগ।বান্দরবানে ঘুরতে আসা খন্দকার ইমামুল হক বলেন,বান্দরবান অনেক সুন্দর একটা জায়গা।এখানকার খাবারের মান অনুযায়ী দাম বেশি নেয়া হচ্ছে।তবে সবকিছু ছাপিয়ে গুরুতর অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছে পর্যটকবাহী এসব পরিবহন মালিকদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন মাইক্রোবাস-জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতি।যদিও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নাকচ করে দিয়েছে জিপ মালিকদের বৃহৎ এই সংগঠন।এবিষয়ে মাইক্রোবাস-জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সমন্বয়কারী অমল কান্তি দাশ অতিরিক্ত ভাড়া নিয়ে কারসাজির অভিযোগ প্রত্যাখ্যান করে বান্দরবানের স্থানীয় অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকমকে বলেন,জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সিরিয়াল চালু করে মালিক সমিতি নতুন করে ভাড়া নির্ধারণ করে দিয়েছে।বক্স সিল দিয়ে ভাড়া উল্লেখ করে পর্যটকদের সামনেই স্ব-স্ব গাড়ি চালককে স্লীপ দিয়ে দেয়া হয়।কেউ যদি ভাড়া বেশি নিয়ে থাকে তখন সমিতির দুইজন দায়িত্বশীল ব্যাক্তির ফোন নাম্বারে সরাসরি অভিযোগ জানাতে আহবান জানিয়ে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে মালিক সমিতি।এরপরও ভাড়া বেশি নেয়ার অভিযোগ পেলে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।এসময় তিনি সমিতির বাইরে থাকা কিছু গাড়ি নিয়ম বহির্ভুতভাবে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে দাবি করেন।এদিকে চালকদের নিয়ে উঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে বান্দরবান জীপ-কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকমকে বলেন,জিপ চালকদের সুশৃঙ্খল রাখতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি।উপচেপড়া পর্যটকের আগমন ঘটায় করোনার কারনে ক্ষতিগ্রস্থ চালকরা নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে সড়কে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি ঘটাচ্ছে।তাদের এসব অপেশাদার কর্মকান্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হবে।অতিরিক্ত ভাড়া আদায়সহ পর্যটক সংশ্লিষ্ট বিশৃঙ্খল পরিবেশের বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার কথা জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান।হোটেল মোটেল রিসোর্ট গুলো তে অবস্থানরত পর্যটকরা কি অবস্থায় আছে তা নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।আগামীতে জিপের অতিরিক্ত ভাড়া আদায়সহ বিশৃঙ্খল কোনও ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যাবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!