এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আবাসিক হোটেল-মোটেল-গেস্ট হাউস মালিক সমিতির নতুন কমিটি গঠন


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় :১৩ নভেম্বর, ২০২১ ১:৫২ : পূর্বাহ্ণ 550 Views

বান্দরবান জেলা শহরে অবস্থিত আবাসিক হোটেল, মোটেল,গেস্ট হাউস মালিকদের সংগঠন আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।সংগঠনটির সূত্রে জানা যায়,গত বুধবার (১০ নভেম্বর) জেলা শহরের হোটেল হিলটন এর কনফারেন্স হলে বান্দরবানের হোটেল,মোটেল,গেস্ট হাউজ মালিক সমিতির সভায় সকল মালিকদের সর্ব সন্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।কমিটিতে অমল কান্তি দাশ’কে সভাপতি,সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক,জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও রাজিব বড়ুয়াকে অর্থ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।পরবর্তীতে এই সমিতির পূর্নাঙ্গ কমিঠি গঠন করা হবে।এবিষয়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি অমল কান্তি দাশ বলেন,বান্দরবান জেলা শহর একটি পর্যটন শহর হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে।সারাবছরই বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটলেও করোনা মহামারিতে পর্যটক আগমন হ্রাস পেয়েছে।তারপরও একটি পর্যটন শহরকে পর্যটন বান্ধব আবাসিক ব্যাবস্থা তৈরি করতে আমরা যারা হোটেল ব্যাবসার সাথে সম্পৃক্ত আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে।আবাসিক হোটেল,মোটেল ও গেস্ট হাউজ গুলো একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে নবগঠিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এটা আমি গভীরভাবে বিশ্বাস করি।পাশাপাশি এসব আবাসিক হোটেল,মোটেল,গেস্ট হাউজ মালিকদের যেকোনও সুবিধা-অসুবিধা গুলো চিহ্নিত করে তাদের পাশে থাকবে নবগঠিত এই কমিটি।এ বিষয়ে নবগঠিত এই কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেন,সদ্য গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় হোটেল,মোটেল,মালিক সমিতির প্রতিটি সদস্য কে আমি সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।সবার সহযোগিতা নিয়ে বান্দরবানের পর্যটন শিল্পে উক্ত সমিতি সহায়ক ভূমিকা পালন করবে।আমি সমিতির সকলকে পর্যটন বান্ধব বাস্তবমুখী একটি আবাসিক ব্যাবস্থা তৈরির আহবান জানাই এবং সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করার স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছি।সংগঠনটির নবনির্বাচিত অর্থ সম্পাদক রাজিব বড়ুয়া বলেন,নতুন কমিটি বান্দরবানের হোটেল মোটেল ও গেস্ট হাউজগুলোকে আধুনিকায়নসহ আরো বেশি বেশি কিভাবে পর্যটকবান্ধব করা যায় এবং কিভাবে পর্যটকদের জন্য বিশ্বমানের সেবা প্রদান করা যায় সেই লক্ষ্য নিয়ে হোটেল,মোটেল ও রেস্ট হাউজ মালিক সমিতি নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।প্রসঙ্গত,বান্দরবান জেলা শহরে সংগঠনটির আওতাভুক্ত মোট ৫৫টি আবাসিক হোটেল,মোটেল ও গেস্ট হাউস রয়েছে।মূলত এইসব আবাসিক প্রতিষ্ঠান গুলোকে সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা পরিচালনার স্বার্থেই উক্ত সংগঠনের আত্বপ্রকাশ ঘটেছে!া।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!