এই মাত্র পাওয়া :

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নাইক্ষ্যংছড়িতে বই উৎসব


নাইক্ষ্যংছড়ি থেকে আমিনুল ইসলাম। প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২৩ ৮:৩০ : অপরাহ্ণ 385 Views

সারাদেশের ন্যায় বান্দারবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।একযোগে উপজেলার ১৮ হাজার ৩৬০জন শিক্ষার্থীদের মাঝে ১লাখ ১৩ হাজার বই বিনামূল্যে বিতরণ করা হয়।বছরের শুরুর দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে উপজেলার সবকটি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত একযুগ যাবত প্রতিবারই ১ জানুয়ারি নতুন বই শিশুদের হাতে তুলে দেয়া হয়।দিনটিকে ‘বই উৎসব’ হিসেবে পালন করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।এ উপলক্ষে রবিবার (১ জানুয়ারী) নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওসমান গনির পরিচালনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেল শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো.শফি উল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহিব উল্লাহ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনুদ্দীন খালেদ,আহবায়ক আবদুল হামিদ,যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল হাফিজুল ইসলাম চৌধুরী,মো.শাহীন,মো.ইউনুস,জয়নাল আবেদীন টুক্কু,সানজিদা আক্তার রুনা প্রমূখ।এছাড়াও উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় কলেজ,বাইশারী শাহ নুরুদ্দীন রাহ দাখিল মাদ্রাসা,বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়,বাইশারী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা,কাগজিখোলা দাখিল মাদ্রাসা, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,আলী মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নারিঝ বুনিয়া,লম্বাবিল, মিরঝিরি,করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার ৫ টি ইউনিয়নের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা এই প্রতিবেদকে জানান,বিতরণ উৎসবের প্রথম দিনেই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে।একই কথা জানালেন সহকারি শিক্ষা অফিসার আকতার উদ্দিন।তিনি আরও বলেন, উপজেলায় মোট ১৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ১৩ হাজার বইএক যোগে বিতরণ করা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর