নাইক্ষ্যংছড়িতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২১ জানুয়ারি, ২০২৬ ১২:৩৬ : পূর্বাহ্ণ 10 Views

বান্দররবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক,গ্রাম পুলিশ ও সামাজিক সংগঠন ও সুধীজনের অংশগ্রহনে “গনভোট-২০২৬ সংসদ নির্বাচন’ দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ নির্বাচন-২০২৬ এবং গণভোট বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবউল করিম।এসময় তিনি বলেন,২০২৪ সালে জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্টের একটি বড় আকাঙ্ক্ষা জনগণের মধ্যে প্রকাশিত হয়েছে।সে পেক্ষিতেই সংস্কার কমিশন গঠন করা হয়।বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত সংস্কার কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।সংবিধানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ।রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে আগে।রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ সেলক্ষেই সাধারণ মানুষের মতামত নিতেই গণভোটের আয়োজন করা হয়েছে।আমরা যদি আগামীর বাংলাদেশ তথা রাষ্ট্রকে সংস্কার করতে চাই, পরিবর্তন করতে চাই তবে হ্যাঁ ভোট দিবেন আর যদি পরিবর্তন করতে না চান তবে না ভোট দেবেন।উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ির সহকারি কমিশনার (ভুমি) ইসমাত জাহান ইতু।এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক,বান্দরবান স্থানীয় উপপরিচালক এর উপ-প্রশাসনিক কর্মকর্তা জুলেখা বেগমসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রশাসনের কর্মকর্তা,সাংবাদিক,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর