এই মাত্র পাওয়া :

চেয়ারে বসা নিয়ে দুই ছাত্রলীগ নেতার মাঝে সংঘর্ষ


নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি প্রকাশের সময় :৯ মে, ২০১৯ ১১:৫০ : অপরাহ্ণ 813 Views

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারে বসা কে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ছাত্রলীগের দুই নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার ৮ মে বিকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে এমএ কালাম সরকারি ডিগ্রী কলেজের ছাত্রলীগ নেতা মো: রিদুয়ান উপজেলার একটি দোকানের সামনে চেয়ার নিয়ে বসে থাকে। এসময় সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ফরিদ উল্লাহ তাকে দেখতে পেয়ে চেয়ার থেকে উঠে দাড়াতে বলে। রিদুয়ান চেয়ার থেকে না উঠাতে ফরিদ উল্লাহ তার উপর চড়াও হয়। পরে দুজনই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় উভয় কমবেশি আহত হয়। পরে তাদের উভয়কে নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে স্থানীয় ছাত্রলীগের নেতারা জানান, গত ৩০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রনেতা রিদুয়ান তার নিজস্ব আইডি থেকে “হুমকি দিয়ে লাভ নেই, হাত পা আমারও আছে, সীমা অতিক্রম করলে ছাড় দিব না”। এরকম একটি স্ট্যাটাস দেয়। আর এই স্ট্যাটার্সের সুত্র ধরে এই অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন উপজেলা ছাত্রলীগের নেতারা।নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম বলেন- আমি ঘটনাটা শুনেছি। আমাদের সংগঠনে কোন গ্রুপিং নেই। তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ঘটনার সুত্রপাত। তিনি আরও বলেন- ঘটনার বিস্তারিত জেলা ছাত্রলীগ সভাপতিকে অবহিত করেছি। তবে এ ধরনের বিষয় কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি উপজেলা সভাপতিসহ দলের নীতিনির্ধারকেরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর