শিরোনাম: সেনা অভিযানের আগেই বিপুল পরিমাণ কাঠ সরালো সেই গাছ কামাল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন

বান্দরবান হোটেল এন্ড রেষ্টুরেন্ট দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে বার্ষিক মাহ্ফিল


প্রকাশের সময় :১৮ এপ্রিল, ২০১৭ ৭:৫৬ : অপরাহ্ণ 1275 Views

মোহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:-
বান্দরবান বান্দরবান হোটেল এন্ড রেষ্টুরেন্ট বেকারী সুইটমিট ও দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে বার্ষিক মাহ্ফিল-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদে আছর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মাহ্ফিল চলে।বান্দরবান বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গনে এর আয়োজন করা হয়।মাহ্ফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক আল্লামা আজিজুল হক আল মাদানী। বিশেষ ওয়ায়েজ হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম পটিয়া জামেয়া জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন মাহ্মুদ,বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী,বান্দরবান বাজার শাহী মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল-মঈন,ইসলামী শিক্ষা কেন্দ্রে কমপ্লেক্স পরিচালক মাওলানা হোসাইন মুঃ ইউনুস ছাহেব,ফায়ার সার্ভিস জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান হোসাইনী,জজ কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজিবুল হক। বার্ষিক মাহ্ফিলে সভাপতিত্ব করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ শফিকুৃর রহমান।এছাড়াও মাহ্ফিলে সার্বিক সহযোগিতা ও অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বার্ষিক মাহ্ফিল বাস্তবায়ন কমিটির মোঃইয়াছিন,মোঃ আমিন বাবুর্চি,মোঃ দিদারুল আলম,মোঃআজিজ,মোঃ হেলাল উদ্দীন,মোঃ নেজাম উদ্দীন গাজী,মোঃহাসান,মোঃবাদশা,মোঃছাদেক মোঃ আলাউদ্দীনসহ কমিটির অন্যান্য দায়িত্বশীল এবং সদস্যরা। বার্ষিক মাহফিলে বক্তারা বলেন,পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান,এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ,ইসলাম একটি শান্তির ধর্ম,ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাস,বোমা বাজদের কোন স্থান নেই,মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামে হারাম। মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম,অত্যাচারের শিকার হচ্ছে।আল্লাহর হুকুম পালন না করার কারনে মুসলমানদের মাঝে মধ্যে আল্লাহ পরিক্ষা করে থাকেন,বান্দা তার পাপ থেকে ফিরে এসে তওবা করলে মহান আল্লাহ সেই আজাব থেকে মুক্ত করে দেন। বক্তারা আরো বলেন,ইসলামের পাচঁটি স্তম্ভ এর মধ্যে নামায অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ কাজ,এই পাচঁ ওয়াক্ত নামায সঠিক ভাবে আদায় না কারনে আজ চারিদিকে অশান্তি,ঝগড়া-বিবেদ শেষ হচ্চে না।,আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল(সাঃ)এর তরীকা মতে আমাদের জীবন গড়ি,তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো। পরে দেশ-সমাজ-শ্রমিক ইউনিয়ন এর যেসব ভাইরা মৃত্যু বরণ করছেন,বান্দরবান বাজারের প্রবীণ মুরুব্বীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর