বান্দরবানে উদয়ন জ্যোতি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৯ মে, ২০২১ ৬:০৬ : পূর্বাহ্ণ 238 Views

বান্দরবান সার্বজনীন কেন্দ্রিয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৮ মে) বিকেলে বান্দরবান সার্বজনীন কেন্দ্রিয় বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহাসমারোহে উদ্যাপিত হয়।

সকাল থেকেই বিহারে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন, বৌদ্ধ কীর্তন, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, ভিক্ষুসংঘের পিন্ডদান, প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের নৈর্বাণিক শান্তি কামনায় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান করা হয়।

বিকালে আলং ও সইং নৃত্য পরিবেশ সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে উদ্যাপিত হয়। সন্ধ্যা ৬টা: ১মিনিটে বিহার প্রাঙ্গনে প্রয়াত ভান্তের পবিত্র শবদেহে আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উপস্থিত ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ৬৯ পদাতিক ব্রিগেডের জিটুআই মেজর মোঃ এরশাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মার্মা, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, বান্দরবান সার্বজনীন কেন্দ্রিয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বেসান্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন পরিষদের সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া সহ প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!