

বান্দরবান পার্বত্য জেলা তাহ্ফিজুল কোরআন সংস্থার উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৩ নভেম্বর বান্দরবান শহরের উলুমুল ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং (বান্দরবান) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলুমুল ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আব্দুস ছোবহান।এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১২০টি মাদ্রাসা থেকে তিনজন করে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।টানা তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে প্রায় ১০০ জন কৃতী হাফেজ ও হাফেজাকে পুরস্কার প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন,পবিত্র কোরআনের হাফেজরা জাতির গর্ব।দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক মানবিক সমাজ গঠনে হিফজুল কোরআনের ভূমিকা অপরিসীম।তিনি আরও বলেন,পূর্বের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি ও মানবিক অনুষ্ঠানে আমার ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এই কর্মসূচির আওতায় দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক বিশেষ সম্মানী চালু করার ঘোষণা দেওয়া হয়েছে।এই উদ্যোগ বাস্তবায়িত হলে দ্বীনি খেদমতে নিয়োজিত ব্যক্তিদের মর্যাদা ও জীবনমান আরও উন্নত হবে।এসময় উলুমুল ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক মো.ওসমান গণি,বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ,মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।







