

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায় উদযাপন করছে অন্যতম পুণ্যতিথি শুভ মধু পূর্ণিমা।শনিবার (৬ সেপ্টম্বর) সকালে বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বীরা বিহারে বিহারে গিয়ে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে।পরে পঞ্চশীল গ্রহনের পর বিহারে ভগবান বুদ্ধের উদ্দ্যেশে পূণ্যার্থীরা মধু,মধু মিশ্রিত পায়েশ,বিভিন্ন রকমের ফল এবং নানা ধরণের আহার প্রদান করেন।মধু পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারের বিহারাধ্যক্ষরা।এসময় বৌদ্ধ ধর্মালম্বী সম্প্রদায়ের দায়ক-দায়িকারা বিহারে বিহারে গিয়ে মোমবাতি প্রজ্জলন করেন ও ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নেয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে।প্রসঙ্গত,গৌতম বুদ্ধ বনে বর্ষাবাস পালনের সময় একটি হাতি প্রতিদিন ভগবান বুদ্ধকে নানা রকমের ফল ও ফুল দিয়ে সেবা করতে দেখে সে বনের এক বানরের বুদ্ধের প্রতি ভক্তি জাগে এবং পরে সেই বানর বনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করেন।প্রতিবছর তাই পূণ্য লাভের আশায় এই দিনটিকে স্মরন করে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মালম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে।