

২২৩ম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষ্যে বান্দরবান সদরের কালাঘাটা এলাকায় শ্রী অদ্বৈতধাম এ দীক্ষাদান প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঋষিধাম বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরী মহারাজ শ্রী অদ্বৈতধামে উপস্থিত হয়ে ভক্তবৃন্দদের দীক্ষাদান প্রদান করেন।এসময় অদ্বৈতানন্দ পুরী মহারাজের ভক্তরা শাস্ত্রবিধি মেনে দীক্ষা গ্রহণ করেন।এর আগে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হলে ঋষিধাম বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরী মহারাজকে ফুল দিয়ে বরণ করে নেন শ্রী অদ্বৈতধাম এর আহবায়ক রতন চৌধুরী ও সদস্য সচিব সুজিত দাশ।এসময় শ্রী অদ্বৈতধাম এর আহবায়ক কমিটির বিভিন্ন সদস্য এবং ঋষিধাম বাঁশখালী ও তুলসীধামের বিভিন্ন ভক্তরা উপস্থিত ছিলেন।এদিকে শ্রী অদ্বৈতধামে ঋষিধাম বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরী মহারাজের আগমন উপলক্ষ্যে দিনব্যাপী চলে পূজা অর্চনা,সমবেত প্রার্থনা ও মহাপ্রসাদ বিতরণ।মহাপূর্ণ্য এই ধর্মীয় আয়োজনে জেলা সদরের বিভিন্ন এলাকার সনাতনী ভক্তরা উপস্থিত হয়ে দেশ,জাতি ও নিজ নিজ পরিবারের সুখ শান্তি প্রার্থনা করেন।







