নারিশ্চা এলাকাবাসীর আয়োজনে সীরাতুন্নবী (সঃ) মাহফিল ২৬ জানুয়ারী জুমাবার


প্রকাশের সময় :২৩ জানুয়ারি, ২০১৮ ৯:২৭ : অপরাহ্ণ 1581 Views

জিহানুর রহমান চৌধুরী,(স্টাফ রিপোর্টার) চট্টগ্রামঃ-মুহ্তরম-আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,মহান আল্লাহ তায়ালার অসীম রহমতের উপর ভরসা করে নারিশ্চা এলাকাবাসীর উদ্যোগে আগামী ২৬ জানুয়ারী জুমাবার দিনব্যাপী ১ম বারের মত পবিত্র সীরাতুন্নবী (সঃ) মাহফিল ২০১৮ অনুষ্ঠিত হবে।উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি ঙ্গাপন করেছেন মাননীয় সংসদ সদস্য ২৯২ চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি মহোদয়।এছাড়া নারিশ্চা এলাকার কৃতি সন্তান আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,মরক্কো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগাধীরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক মুহাম্মদ মুহিউদ্দীন মাহি সাহেব প্রধান বক্তা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসি্সরে কোরআন আলহাজ্ব মাওলানা আবুল বশর হেলালী সাহেব ঢাকা প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন।এছাড়া দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম তশরিফ আনবেন।এতে আপনারা সকলে,সবান্ধবে মাহফিলে যোগদান করে উভয় জাহানের নেকি হাসিল করুন।

নিবেদক,
মাহফিল বাস্তবায়ন কমিটি

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!