

মোহাম্মদ আলী,(বান্দরবান প্রতিনিধি):-সরকারের সফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্যাকেজ প্রচার কার্যক্রম সমূহ জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের বিশেষ প্রচার কার্যক্রম এর ৩য় প্রান্তিকে (জানুয়ারী-মার্চ ২০১৭) লক্ষ্যে বান্দরবান জেলা তথ্য অফিস কর্তৃক বান্দরবানের থানচি উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও এনজিও কর্মীদের অংশ গ্রহনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।১৩ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় থানচি উপজেলা পরিষদের অফিস মিলনায়তনের জনসেবা কেন্দ্র (গোলঘর) প্রাঙ্গনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা তথ্য অফিসার ঊষা মং চৌধুরী এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন,বান্দরবান থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যহ্লাচিং র্মামা,বান্দরবান থানচি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস বকুলী র্মামা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রেস ব্রিফিং প্রদান করেন বান্দরবান জেলা তথ্য অফিসার ঊষা মং চৌধুরী।সরকার প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে,গরীবদের একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় এনে স্বাবলম্বী করা,আশ্রয়হীনদের আশ্রয়ন প্রকল্পের আওতায় নিয়ে আশা,অসহায় নারীদের উন্নয়নে সরকার ইউনিয়ন,পৌরসভা,উপজেলা ও জেলা পরিষদে সামগ্রিক কার্যক্রমে নারী সদস্যদের ভুমিকা জোরদার ও পর্যাপ্ত পরিমাণে বরাদ্ধের ব্যবস্থা করেছে।নারীদের দক্ষতা বৃদ্ধি করা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।সমাজের অন্যান্য নাগরিক সংগঠনের সাথে নেটওর্য়াকিং ও যোগাযোগের মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ দুরকরা,পরিবেশ দুষণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে সচেতা বৃদ্ধির জন্য মসজিদ,মন্দির, ক্যায়াং,গির্জায়,বিদ্যালয়ে বেশী বেশী করে প্রচার করা। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখনীর মাধ্যমে বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা ও অর্জন সমূহ জনগণের নিকট তুলে ধরা।এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় সাংবাদিক,সরকারী বেসরকারী বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ,স্থানীয় জনপ্রতিনিধিগণ, বান্দরবান জেলা তথ্য অফিসের অফিস সহকারী অরুন প্রীতি তংচঙ্গ্যা,মোঃ হাবিবুর রহমান,মোঃ জামাল উদ্দীন প্রমুখ।পরে অনুষ্ঠানের সভাপতি বান্দরবান জেলা তথ্য অফিসার ঊষা মং চৌধুরী অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য জেলা তথ্য অফিসের পক্ষ থেকে আন্তরিক ধন্যাবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।