

বান্দরবানে র্যাব ও বিজিবি’র যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।গত মঙ্গলবার দুপুর আড়াইটায় থানচি উপজেলার ৩ নং থানচি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সংলগ্ন থানচি ব্রিজ এলাকার মাইক্রো স্ট্যান্ড এলাকা থেকে লেংরাও ম্রোকে ৩ কেজি ৭০০ গ্রাম আফিমসহ আটক করা হয়।বিজিবি’র সুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ থানচি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ১নং ওয়ার্ড,থানচি বাজার সংলগ্ন থানচি মাইক্রোবাস স্ট্যান্ড বটগাছ তলা নামক স্থানে কতিপয় মাদক ব্যবসায়ী নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত তথ্যের ভিত্তিতে ৩৮ বিজিবি (বলিপাড়া ব্যাটালিয়নে)’র অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম,পিএসসি’র নির্দেশনায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাটালিয়ন সদর হতে বেলা ১২টায় বিজিবি এবং র্যাবের যৌথ টহল অভিযান পরিচালনা করে এবং বর্ণিত স্থান থেকে দুপুর আড়াইটায় ১টি প্লাষ্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ১১টি প্যাকেটে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের আফিম যার আনুমানিক মুল্য ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের আফিমসহ মাদক ব্যবসায়ী লেংরাও ম্রো (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়।লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম,পিএসসি জানান,এ যাবৎকালে এটিই সবচেয়ে বড় মাদকের চালান। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।থানচি থানার অফিসার ইনচার্জ সাইফুউদ্দীন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।