

নবনির্বাচিত থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেছেন, থানচিকে একটি মডেল উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা চাই। আগামী ৫ বছরের মধ্যে দীর্ঘ ও স্বল্প মেয়াদি প্রকল্প গ্রহণের মাধ্যমে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলো চিহ্নিত করে একটি মডেল থানচি করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।গতকাল বৃহস্পতিবার (৯ মে) থানচি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের বিদায়-বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।উপজেলার বিভিন্ন গ্রামে গঞ্জে বিশুদ্ধ পানিয় জলের সমস্যা,আবাসন সংকট, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা,স্বাস্থ্য সেবা,প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ও বিভিন্ন অবকাঠামোগত সমস্যার সমাধানে স্থানীয় নেতৃবৃন্দদের এগিয়ে আসার আহ্বান জানান নবনির্বাচিত চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মংটিংঞো, সমাজ সেবা অফিসার সত্যজিত মজুমদার,যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা,ইউপি চেয়ারম্যান মংপ্রুঅং মারমা,মুইশৈথুই মারমা,জিয়াঅং মারমা প্রমূখ ।