

বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে থানচি সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছে শিশু মেলা-২০২২।শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা।জেলা তথ্য অফিসার প্রিয়েন্ট সান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওয়াহিদুজ্জামান মুরাদ,ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো.নিজাম উদ্দিন,উপজেলা সমাজসেবা অফিসার মো.পারভেজ ভুইয়া,থানচি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদসহ উপজেলাস্থ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।দিবসের কার্যক্রম শুরু হয় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার প্রিয়েন্ট সান।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,শিশুদের সুশিক্ষায় শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে,একইভাবে আমাদের নিজেদেরও দায়িত্ব রয়েছে।এসময় উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা শিশু মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং মেলার সফলতা কামনা করেন।শিশুদের প্রাণোচ্ছল উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণ শিশু মেলাকে দিয়েছে ভিন্ন মাত্রা।বৃষ্টিমুখর প্রতিকূল পাহাড়ী পরিবেশের মধ্যেও তথ্য অফিসের শিল্পীদের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।জেলা তথ্য অফিস সুত্র জানিয়েছে,মেলায় ৮টি স্টল স্থাপন করা হয়েছে।বর্ণিল সাজে স্টলগুলোকে সাজানো হয়েছে।বুধবার (২৫ মে) পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান এর বিষয়টি নিশ্চিত করেছে সুত্রটি।