গভীর রাতে আগুনে বলিবাজারের অন্তত ১৩ দোকান আগুনে পুড়ে ছাই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২৫ ৯:১৩ : অপরাহ্ণ 178 Views

বান্দরবানে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে আগুনে বাজারের অন্তত ১৩টি দোকান ঘর পুড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন,শনিবার দিবাগত রাত ২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।এতে একে একে ১৩ দোকান পুড়ে যায়।বাজার ব্যবসয়ী কমিটির সভাপতি অংসিংম্যা মারমা জানান, আমরা গভীর রাতে ঘুমিয়ে ছিলাম।হঠাৎ করে বাজারে দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে হৈচৈ শব্দ শুনে দোকান থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে।টিটু দাশের রেস্টুরেন্ট ও জাফর আহম্মদের সারের মালিকানাধীন দোকানের মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।বাজারের পাশের বাগান পাড়ার বাসিন্দা মংলুং মারমা জানান,হঠাৎ দেখি আকাশে আগুনের শিখা।আশপাশের এলাকার মানুষ ছুটে এসে আগুনে নেভানোর চেষ্টা করে।আগুনে ক্ষতিগ্রস্ত হ্লায়ইচিং মারমা নামে এক কাপড় ব্যবসায়ী বলেন,২০২০ সালের ১০৯টি দোকান এবং ২০২৩ সালেও একবার রাতে আগুণে পুড়ে প্রায় ৫০টি দোকান ভস্মীভূত হয়েছিল।এবারও মালামাল সরানোর সুযোগ পেলাম না।বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, আগুনের ঘটনা জানার পরপরেই বাজারে এসেছি।আগুনে মোট ১৩টি দোকান পুড়ে গেছে।প্রায় ৩ কোটি টাকার মালামাল ও নগদ টাকা পুড়ে গেছে।ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ব্যবস্থা নেওয়া হবে।এ ছাড়াও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।থানছি থানা ফায়ার স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ জানান,বিদ্যুৎতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হওয়ার সম্ভাবনা বেশী,তবে তদন্ত করে জানান যাবে।যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আদুল্লাহ-আল-ফয়সাল বলেন,প্রশাসন পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার,কম্বল বিতরণ করা হবে।এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে সর্বমোট ৭৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বান্দরবান শাখা।জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুচ সালাম আজাদ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে এই অর্থ সহায়তা হস্তান্তর করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর