

বেসরকারি পর্যায়ে ডিজিটাল সেবা বিবেচনায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করে সম্মাননা ও পুরস্কার পেলো বান্দরবান জেলার প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম।বিষয়টি নিশ্চিত করেছেন মেলা চলাকালীন সময় প্রতিষ্ঠান কতৃক দায়িত্বপ্রাপ্ত স্টল সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ।তিনি জানান,বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত দুইদিন এর এই মেলায় ডিজিটাল সেবা (বেসরকারি) পর্যায়ে বান্দরবান ট্রিবিউন কে জেলা প্রশাসন কতৃক পুরস্কার প্রদান করা হয়।বান্দরবান ট্রিবিউন এর ফাউন্ডার লুৎফুর রহমান উজ্জ্বল এর নেতৃত্বে টিম বান্দরবান ট্রিবিউন-এর সদস্যরা দলগতভাবে এই পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড.তাপস কান্তি চৌধুরী।সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম, পৌর মেয়র মো.ইসলাম বেবী,সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী।এবারের এই মেলায় শতাধিক প্রতিষ্ঠান এর অভ্যন্তরীণ যৌথ সমন্বয়ে ৭০ টি স্টল অংশগ্রহণ করে।মেলার প্রতিপাদ্য বিষয় ছিলো উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়,সরকারি ও বেসরকারি এবং শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এর প্রদর্শিত উদ্ভাবন থেকে মূল্যায়ন ও পয়েন্ট এর ভিত্তিতে কয়েকটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয় এবং সেসব প্রতিষ্ঠান কে এই সম্মাননা স্বারক পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা।প্রসঙ্গত,বান্দরবান ট্রিবিউন ডটকম ২০১৫ সালে জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ তে স্থানীয় অনলাইন দৈনিক হিসেবে লোকাল ইনোভেশন বিজয়ী সিএইচটি টাইমস ডটকম এর সহযোগী প্রতিষ্ঠান এবং বান্দরবান ট্রিবিউন বান্দরবান জেলার প্রথম ইংরেজি অনলাইন দৈনিক হিসেবে খুব শীঘ্রই আত্বপ্রকাশ করার প্রস্তুতি চলছে।
তবে দীর্ঘদিন যাবৎ বান্দরবান ট্রিবিউন পরীক্ষামূলক প্রকাশনায় আছে।এদিকে বান্দরবান ট্রিবিউন ডটকম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইংলিশ বেইজড অনলাইন নিউজ পোর্টালটির ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল)।
তিনি নিজের ফেসবুক প্রোফাইল বার্তায় এই শুভেচ্ছা জানান এবং বান্দরবান এর সকলের সহযোগিতা নিয়ে এই অনলাইন নিউজ সাইটটি তে প্রকাশনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।