এই মাত্র পাওয়া :

সেই ৬ ভাইয়ের পরিবার পেল ৩৫ লাখ টাকা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৪ এপ্রিল, ২০২২ ২:১৫ : পূর্বাহ্ণ 440 Views

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের স্ত্রীরা প্রধানমন্ত্রীর অনুদানের ৩৫ লাখ টাকার চেক পেয়েছেন। মঙ্গলবার দুপুরে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম আনুষ্ঠানিকভাবে নিহত অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল, স্মরণ সুশীল, রক্তিম সুশীল এর স্ত্রীর হাতে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদান ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোরে নিহতরা তাদের পিতার শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সবজি বোঝাই পিকআপ গাড়ির চাপায় একই পরিবারের ৬ সহোদর নিহত হয়। এর পূর্বে গত ২৮ জানুয়ারি নিহতদের পিতা সুরেশ সুশীল পরলোকগমন করেন। এর ৩ বছর আগে নিহতদের আরেক ভাই পরলোকগমন করে। এতে সংসার চালানোর মতো আর কেউ অবশিষ্ট না থাকা পরিবারটির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রদত্ত চেক গ্রহণ করেন নিহতদের স্ত্রীগণ যথাক্রমে গীতা রাণী সুশীল, হীরা রাণী শীল, সুমনা শর্মা, দেবিকা রাণী ঘোষ, পপি রাণী সুশীল, তৃষ্ণা রাণী শীল ও মুন্নী শর্মা পূঁজা।

চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামী লীগ নেতা মোক্তার আহমদ চৌধুরী, শাহ্ নেওয়াজ তালুকদার, ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর