শেখ হাসিনা সরকারের সাফল্যের তালিকায় শীর্ষে নিঃসন্দেহে শিক্ষাঃ-(রিজিয়া রেজা চৌধুরী)


প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০১৮ ১:৪২ : পূর্বাহ্ণ 833 Views

জিহানুর রহমান চৌধুরী,(স্টাফ রিপোর্টার) চট্টগ্রামঃ-বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।একসময় বিপুলসংখ্যক কোমলমতি শিশু স্কুলে যাওয়ারই সুযোগ পেতোন না।অনেকে আবার স্কুলে গেলেও প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়তো।স্কুলে যথাসময়ে পাঠ্যবই পেতো না শিশু-কিশোররা।শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে অসংখ্য তরুণীকে বাল্য বিয়ের শিকার হয়ে নির্মম জীবন বেছে নিতে হতো।তিনি বলেন,গত কয়েক বছরে বদলে গেছে শিক্ষাক্ষেত্র,পাল্টে গেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি।তিনি বলেন,শেখ হাসিনা সরকারের সাফল্যের তালিকায় শীর্ষে নিঃসন্দেহে শিক্ষা।গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ২০১৮ইং) বিকাল ৩ টায় লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র/ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং লোহাগাড়া ভিশন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।এতে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান পিপিএম,বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আরমান বাবু রুমেল,আমিরাবাদ ইউয়িননের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী,লোহাগাড়া উপজেলা সমবায় কর্মকর্তা উদয়ন বডুয়া,প্যানেল চেয়ারম্যান এস.এম ইউনুছের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রায়হান সিকদার,নারীনেত্রী জেসমিন আক্তার,কহিনুর আক্তার,নার্গিস আক্তার মুন্নী প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর