

কক্সবাজারের টেকনাফ উপজেলা এর ক্যাম্প-২২ এ বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থা গ্লোবাল এফেয়ারর্স কানাডা (গাক) ও ডিপার্টমেন্ট অব ফরেন এফেয়ারর্স এন্ড ট্রেড (ডিএফএটি) অর্থায়ন এবং উন্নয়ন সহযোগী ব্র্যাক-পুল্ড ফান্ড এর সহযোগিতায় “সার্পোট টু এফডিএমএন ইন কক্সবাজার এন্ড ভাসানচড় ইন এ্যডুকেশন,লাইভলিহুড এন্ড ওয়াশ সেক্টর” এর “ব্র্যাক পুল্ড ফান্ড এ্যডুকেশন প্রকল্প” এর আওতায় রবিবার (৩ আগস্ট) নতুন শিক্ষা বর্ষ-২০২৫ উদযাপিত হয়েছে।অনুষ্ঠানে এ সময় ক্যাম্প-২২ এর ইনচার্জ মো.রনি আলম নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নতুন শিক্ষা বর্ষের সার্বিক কার্যক্রম শুভসূচনা ঘোষনা করেন।
বিএনকেএস এর ব্র্যাক পুল্ড ফান্ড এ্যডুকেশন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিজ মুমু রাখাইন এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এসময় ক্যাম্প এ্যডুকেশন ফোকাল রোকসানা পারভিন,কমিউনিটি লিডার,এনজিও প্রতিনিধি এবং বিএনকেএস ব্র্যাক পুল্ড ফান্ড এ্যডুকেশন প্রকল্পের টীম মেম্বার ও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় ক্যাম্প ইন চার্জ মো.রনি আলম নূর বিএনকেএস এর সিবিএলএফ তথা শিক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ করেন।তিনি সিবিএলএফ তথা শিক্ষাকেন্দ্রের নথি এর নিয়মিত তদারকির পাশাপাশি শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় ক্যাম্প-২২ এর ইনচার্জ মো.রনি আলম নূর বিএনকেএস এর এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সেই সাথে তিনি বিএনকেএস এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতেও বিএনকেএস এর সার্বিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় জানান।