এই মাত্র পাওয়া :

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ৭ দিনের কারাদন্ড


প্রকাশের সময় :৭ জুন, ২০১৭ ১০:২৩ : অপরাহ্ণ 690 Views

এম মহিউদ্দীন চৌধুরী,দক্ষিণ চট্টগ্রামঃ-আদালতের আদেশ অমান্যের দায়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।আদালতের হাকিম মহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সফিকুল ইসলামকে এ দন্ড দেন।সেই সাথে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করা হয়।মঙ্গলবার পটিয়া থানার ওসি শেখ মো.নেয়ামত উল্লাহ স্বাস্থ্য কর্মকর্তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায়।ঘটনার বিবরনে জানা যায়,গত ২২ অক্টোবর পটিয়া জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে সংঘর্ষ ও হামলার ঘটনায় সাইফুল আলম নামের এক ব্যক্তি সিআর ৩৬৩/১৬ একটি মামলা দায়ের করেন।উক্ত মামলায় ডাক্তারী সনদ তলব করে আদালত স্বাস্থ্য কর্মকর্তাকে নোটিশ দেন। ডাক্তারী সনদ প্রেরন না করলে আদালত স্বাস্থ্য কর্মকর্তাকে দুই দফা তাগাদা দেন, তারপরও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তারী সনদ প্রেরণ না করায় গত ১৪ মে স্বাস্থ্য কর্মকর্তা সফিকুল ইসলামকে স্ব:শরীরে আদালতে উপস্থিত হয়ে সনদপত্র প্রেরণ না করার কৈফিয়ত চেয়ে নোটিশ দেন।তাতেও স্বাস্থ্য কর্মকর্তা আদালতের আদেশ পালন না করলে ম্যাজিষ্ট্রেট নিজে বাদী হয়ে ফৌজদারী কার্যবিধির ৪৮৫ ধারায় মিছ ২/১৭ একটি মামলা দায়ের করেন।এই মামলায় গত ২৯ মে উক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলামকে আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন।এ ব্যাপারে পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আদালতের আদেশ অমান্য করার দায়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে।গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সফিকুল ইসলাম জানান,আদালত যে নোটিশ প্রদান করেছে তা আসলেই আমি অবগত ছিলাম না। আমার অফিসের এক কর্মকর্তার ভুলের কারনে সেটি হয়েছে।তাকে আমি শো-কজ করেছি।কারাদন্ড এবং গ্রেপ্তারী পরোয়ানার বিষয়য়ে আইনজীবীর পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর