চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি সভা সম্পন্ন


প্রকাশের সময় :১৬ জুলাই, ২০১৭ ১১:৫৩ : অপরাহ্ণ 772 Views

মোঃজিহানুর রহমান চৌধুরী,চট্টগ্রাম:-আগামী নির্বাচনে দক্ষিন চট্টগ্রামের ৬টি আসনে বিজয় নিশ্চিত ও দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ বা দ্বিধাবিভক্তি ভূলে এবার ঐক্যের জন্য হাত মিলিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ। জাবেদ-মোছলেম এই দুই শীর্ষনেতা সাম্প্রতিক সময়ে প্রকাশ্য বিরোধে নামায় কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীসহ বিভিন্ন স্থানে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে ও গত রমজান মাসের ইফতার পার্টিতে তারা একই মঞ্চে উপস্থিত হওয়ায় উভয় নেতার অনুসারীদের মাঝে আনন্দের ছোয়া লাগে আর তা এই প্রতিনিধি সভায় চট্টগ্রামের রাজনৈতি অঙ্গনে ঐক্যের সুর মিলেছে বলেও নেতা কর্মীরা জানান।আজ ১৬/০৭/১৭ইং সকাল১০টায় বন্দর নগরীর বাকলিয়া কে বি কনভেশন সেন্টারের আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম পি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এম পি,আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাসান মাহমুদ এম.পি,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, . আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন,উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,সাতকানিয়া লোহাগাড়ার এমপি প্রফেসর ড.আবু রেজা নেজামুদ্দীন নদভী,পটিয়ার এম.পি শামছুল হক,চন্দনাইশ এর এম.পি নজরুল ইসলাম চৌধুরী,বাঁশখালীর এম.পি মোস্তাফিজুর রহমান সহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও ৮টি উপজেলা ও ৫টি পৌরসভার তৃনমূলের ২২০০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।এতে সভাপতিত্বে করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহম্মদ,প্রতিনিধি সভা সঞ্চালনা করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুল কাদের বলেন,এখন থেকে নির্বাচনের প্রস্তুতি তি শুরু করতে হবে,কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করতে হবে।সদস্য সংগ্রহ শুরু করতে হবে,আর তাতে অশুভ শক্তি যেন দলে বিশৃংখলা করতে না পারে তার খেয়াল রাখতে হবে।নিজেদের প্রতিপক্ষ নিজেরা হবেন না,ঘরের ভিতর ঘর তুলবেন না, মশারির ভিতর মশরী টাঙ্গাবেন না।আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে ও শেখ হাসিনার উন্নয়নের খবর ঘরে ঘরে পৌছে দিলে সামনের নির্বাচনে আওয়ামীলীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।তিনি আরো বলেন ২০০১ সালে বি.এন.পি ক্ষমতায় এসে ৫ বছর দেশকে লুটতরাজ, নৈরাজ্য করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, সামনে নির্বাচনে তারা যদি আবারও ক্ষমতায় আসে তাহলে দেশকে অন্ধাকারে ঠেলে দিবে।যে কোন মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।উপস্থিত নেতাকর্মী সবাইকে হাত তুলে ঐক্যবদ্ধ থাকবেন বলে জানতে চান,সবাই হাত তুলে তাতে সাড়াদেন।এছাড়া অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যের বার্তা,তৃনমূল নেতাকর্মীদের উৎসাহ,সরকারের উন্নয়নচিত্র,আগামী নির্বাচন সহ নানাবিধ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর