এই মাত্র পাওয়া :

এমপি কে না জানিয়ে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ের অভিযোগ


প্রকাশের সময় :১ মে, ২০১৮ ১২:০৬ : পূর্বাহ্ণ 959 Views

চট্রগ্রাম অফিসঃ-চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি আবু রেজা নেজামুদ্দীন নদভীকে না জানিয়ে লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খরা কমিটির সভা করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম এর বিরুদ্ধে।জানা যায়,গতকাল সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খরা কমিটির সভা অনুষ্ঠিত হয়।এতে জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান আইনজীবী ফরিদ উদ্দীন খান,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আবছারসহ কয়েকজন জামাত সমর্থিত ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আওয়ামীলীগের যারা আইনশৃঙ্খলা মিটিং এর সদস্য এবং ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।এ ব্যাপারে স্থানীয় সাংসদ আবু রেজা নেজামুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছ থেকে তারিখ নিয়ে উপজেলা সমন্বয় সভা করা হয়নি এবং এ ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি।লোহাগাডা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুচ্ছফা কোং বলেন,আমরা লোহাগড়া ইউএনও মাহবুব আলম এর স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে সভা বর্জন করেছি। লোহাগাডায় দীর্ঘদিন ধরে উনার বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সাধারণ জনতা মানববন্ধন ও মহাসড়ক অবরোধসহ বিভিন্ন প্রতিবাদমুলক কর্মসুচি পালন করে আসছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম বলেন,আইনশৃঙ্খরা কমিটির মিটিং এ এমপি সাহেবের অনুমতি নিতে হবে এমন কোন আইন নেই।তবে উনাকে জানাতে হবে।আমি উনাকে অফিসিয়ালি জানিয়েছি।উনার পিএসকে ফোন দিয়ে বলেছি।সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর