আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মঃ নির্মাণ কাজ বন্ধ করে দিলেন জেলা প্রশাসক


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২৯ এপ্রিল, ২০২২ ৬:২১ : অপরাহ্ণ 371 Views

ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৮৮টি ঘরের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক মো. শাহগীর আলম উপজেলার খলাপাড়া,চানপুর, আজমপুর,মনিয়ন্দ,ঘাগুটিয়া ও কর্মমঠ এলাকার আশ্রয়ণ প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন করেন।একাধিক সূত্র জানায়,প্রকল্পের জায়গা নির্ধারণ থেকে শুরু করে সবক্ষেত্রেই নানা অনিয়ম করা হয়েছে।৩০-৪০ হাজার টাকা শতকের জায়গা এক থেকে দেড় লাখ টাকা শতক করে কিনছেন।একটি টিলা কিনে কয়েক লাখ টাকার মাটি বিক্রি করে দেওয়া হয়েছে।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঠিকাদার নুরুজ্জামান ভূঁইয়াকে দেওয়া হয় ১৬৯টি ঘরের নির্মাণ কাজ।সংশ্লিষ্টরা জানায়,পুরো কাজের তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার।তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে কাজ করা হচ্ছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ বিষয়ে বিভিন্ন সময়ে আপত্তি করলেও ইউএনও’র কারণে তিনি কোনোভাবেই কুলিয়ে উঠতে পারেননি।খোঁজ নিয়ে জানা গেছে,আখাউড়ার আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের বিষয়টি জানতে পেরে এরই মধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেন জেলা প্রশাসক।নিম্নমানের কাজ হওয়ায় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার রোমানা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তীকে ভৎসনা করেন।জেলা প্রশাসক মো.শাহগীর আলম জানান,আশ্রয়ণ প্রকল্প নিয়ে কোনো ধরণের অনিয়ম মেনে নেওয়া হবে না।এ বিষয়ে কোনো কর্মকর্তার অনিয়ম গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি আখাউড়ার আশ্রয়ণ প্রকল্পের ৮৮টি ঘরের নির্মাণ কাজ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!