এই মাত্র পাওয়া :

আগামী ৫ বছরে নারায়ণগঞ্জ মেগাসিটিতে পরিণত হবে: জাপানের রাষ্ট্রদূত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২২ ৪:১৫ : অপরাহ্ণ 358 Views

আগামী পাঁচ বছরের মধ্যে নারায়ণগঞ্জ মেগাসিটিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জাইকার অর্থায়নে নির্মাণাধীন একাধিক প্রকল্প পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।

জাপানের রাষ্ট্রদূত দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জে প্রকল্প পরিদর্শনে যান। এ সময় সেখানে জাইকার অর্থায়নে নির্মাণাধীন লেকের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তাঁর সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা।

এরপর রাষ্ট্রদূত নগরীর জিমখানা এলাকায় শেখ রাসেল নগর পার্ক ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট পরিদর্শন করেন। রাষ্ট্রদূত নারায়ণগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং নারায়ণগঞ্জের উন্নয়নে আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ নগর উন্নয়নের বিভিন্ন প্রকল্পে জাপান সরকারের সহযোগিতায় জাইকা আর্থিক সহযোগিতা করছে। বিভিন্ন প্রকল্পে তাদের ৮০০ কোটি টাকা অর্থায়নে উন্নয়নকাজ চলছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মেয়র সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটিকে যানজটমুক্তসহ জাপান সিটির আদলে গড়ে তোলার ব্যাপারে সহযোগিতা চাইলে রাষ্ট্রদূত তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর