

শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে অনুদান হিসেবে নগদ অর্থ হস্তান্তর সম্পন্ন হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) শ্রমিক ইউনিয়ন এর নিজস্ব মৃত্যুফান্ড খাত থেকে এই অর্থ হস্তান্তর করা হয়।ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন মুঠোফোনে বিষয়টি সিএইচটি টাইমস ডটকমকে নিশ্চিত করেন।জানা যায়,শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বান্দরবানের সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ এর সার্বিক তত্বাবধানে এদিন শ্রমিক ইউনিয়নের ০৪ জন মৃত সদস্যদের পরিবারের হাতে নগদ ৬০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান হিসেবে হস্তান্তর করা হয়।এসময় শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ,অর্থ সম্পাদক আবু তাহের,দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সদস্য মো.নাসির প্রমূখ উপস্থিত ছিলেন।মৃত্যু বরনকারী শ্রমিকদের পরিবারের সদস্যরা অনুদানের নগদ অর্থ গ্রহন করেন।শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা জানান,শ্রমিকদের উন্নত জীবনমান নিশ্চিতে কাজ করে যাচ্ছে শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।এছাড়াও ইউনিয়নের মৃত সদস্যদের প্রতি আমাদের সহমর্মীতা এবং আবেগ ও বিশেষ অনুভূতি রয়েছে।এরই ধারাবাহিকতায় মৃত সদস্যদের পরিবারের মাঝে অনুদান হিসেবে নগদ অর্থ হস্তান্তর করা হয়।







