এই মাত্র পাওয়া :

সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবেঃ ধর্ম বিষয়ক উপদেষ্টা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ জুলাই, ২০২৫ ১:১৩ : পূর্বাহ্ণ 776 Views

সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।তিনি বলেন এটি নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই,সরকার নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানান।ধর্ম উপদেষ্টা আরও বলেন,ইসলামিক সমাজের উন্নয়ন,নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদগুলোর ভূমিকা অপরিসীম।

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশনের আয়োজনে বান্দরবান সদরের মেঘলা পর্যটন কেন্দ্রের পাশে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানা মুখি পদক্ষেপ নিয়েছে।১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মডেল মসজিদ কার্যকরভাবে পরিচালনা করা এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে মসজিদকে জীবন্ত রাখা স্থানীয় জনসাধারণ এর দায়িত্ব।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ধর্ম মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক আব্দুস সালাম খান,প্রকল্প পরিচালক শহিদুল আলম,বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই,জেলা প্রশাসক শামীম আরা রিনি,পুলিশ সুপার মো.শহীদুল্লাহ কাওছার,বান্দরবান পৌরসভার প্রশাসক মঞ্জুরুল হক,নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মো.মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘদিন পর জেলায় মডেল মসজিদ এর কাজ শুরু হওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে আনন্দ বিরাজ করছে।ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি,পার্বত্য জেলার পর্যটনের সৌন্দর্য বৃদ্ধিতে অবদান রাখবে জেলা মডেল মসজিদ টি।সংশ্লিষ্টরা জানায়,বান্দরবান জেলা শহরের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় ৪৩ শতক জমির উপর প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের চারতলা ভবন বিশিষ্ট জেলা মডেল মসজিদটি নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে গণপূর্তি বিভাগ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!