

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬-০০ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
বিএনপি এর সিনিয়র যুগ্ন মহাসচিব এড.রুহুল কবীর রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের জনগণ,দলের সর্বস্তরের নেতাকর্মী,বিভিন্ন রাজনৈতিক দল,পেশাজীবী সংগঠন সকলকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ করেছে।
ঘোষিত কর্মসূচি —
ক) ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শোক পালন করবে।
খ) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে আগামী ১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে। ঘোষিত রাষ্ট্রীয় শোকের এই ৩ দিন দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
গ) কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে ৭ দিনব্যাপী কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ।
ঘ) দলের সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
ঙ) প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।
চ) কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ও নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোকবহি খোলা হবে।
ছ) মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাযা ও দাফন পরবর্তীতে জানানো হবে।
(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।







