

ডা.তাসনিম জারার পর এবার তার স্বামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন।তবে আনুষ্ঠানিক পদত্যাগের আগেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলের নির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়।বুধবার (৩১ ডিসেম্বর) রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনানুষ্ঠানিকভাবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দেন খালেদ সাইফুল্লাহ।এর আগে আজ সকালে দলের সদস্যসচিব আখতার হোসেন তাকে নির্বাহী কমিটির গ্রুপ থেকে অপসারণ করেন।এনসিপির দায়িত্বশীল এক নেতা জানান,দল থেকে পদত্যাগের আগেই খালেদ সাইফুল্লাহ তার স্ত্রী ডা.তাসনিম জারার নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করেন,অথচ এ বিষয়ে কোনো অনুমতিও নেননি।পাশাপাশি দলীয় তথ্য পাচারের আশঙ্কাও তৈরি হয়।এসব অভিযোগ সদস্য সচিবের কাছে জানানো হলে তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়া হয়।পরে রাতে তিনি পদত্যাগপত্র জমা দেন।আহ্বায়ক বরাবর দেওয়া পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ না করে খালেদ সাইফুল্লাহ লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।’ এর আগে গত শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা.তাসনিম জারা।তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা–৯ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন।ডা.তাসনিম জারা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন এবং একই কমিটির সদস্য ছিলেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ।







