চট্টগ্রামে মদ তৈরির কারখানার সন্ধান,তিন ‘কারিগর’ গ্রেফতার


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৮ মে, ২০১৯ ৭:১৪ : অপরাহ্ণ 1537 Views

চট্টগ্রাম নগরীতে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। সেখান থেকে ৩০০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) পশ্চিম শহীদনগর এলাকার ছাফা মারওয়া ভিলা নামক বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার রঞ্জন চাকমার ছেলে বিপিন চাকমা প্রকাশ লিপিন চাকমা (৩২), লক্ষ্মীছড়ি এলাকার কনক কুমার চাকমার ছেলে রিতন চাকমা (২০) ও একই এলাকার দিনয়সুখ চাকমার ছেলে মিটন চাকমা (২৫)।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, পশ্চিম শহীদনগর এলাকার ছাফা মারওয়া ভিলার ৫ম তলায় বাসা ভাড়া নিয়ে সেখানে চোলাই মদ তৈরি করছিলেন তারা। কয়েক মাস আগে তারা ওই বাসা ভাড়া নেন। সেখানে তৈরি ৩০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ পাওয়া গেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!