শিরোনাম: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট বান্দরবানে আলেম সমাজের সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস জেলা প্রশাসক মেধাবৃত্তি,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সেনা জোনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি বান্দরবানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তাঃ সুস্থ হয়ে ফিরছে ১১ বছরের জিংক থান ময় বম

গুইমারা উপজেলায় উশ্যে প্রু মার্মা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত


প্রকাশের সময় :৬ মার্চ, ২০১৭ ৬:৪০ : অপরাহ্ণ 2166 Views


সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জেলার নবসৃষ্ট গুইমারা উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উশ্যে প্রু মার্মা আনারস প্রতীকে ৬৮৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মেমং মার্মা পেয়েছেন ৫৭৬৯ ভোট।ধানের শীষ প্রতীকে মো:ইউচুপ পেয়েছেন ৩৮৫৫ ভোট।এছাড়া আওয়ামীলীগ সমর্থিত সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ঝর্ণা ত্রিপুরা নৌকা প্রতীকে ৮১৭২ এবং ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান ধানের শীষ প্রতীকে ৫৮৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে গুইমারা উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে উশ্যেপ্রু মার্মাকে জয়ী ঘোষণা করেন।এর আগে সোমবার সকাল ৮টা থেকে উপজেলার ১৪টি কেন্দ্রের ৯৮টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।সকাল থেকে আবহাওয়া প্রতিকূলে থাকায় ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিকেলে জালভোট দেয়ার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার মেম্বারপাড়ার বাসিন্দা লোকমান হোসেনের পুত্র ওমর ফারুক আকাশকে দুই হাজার টাকা আর্থিক দ- প্রদান করেন।এছাড়া বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।প্রসঙ্গত,গুইমারা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৭হাজার ৯শত ৯২জন। নারী ভোটার ১৩হাজার ৬শ ২৫জন,পুরুষ ভোটার ১৪হাজার ৩শ ৬৭জন।ভোট কেন্দ্র ১৪টি ও বুথ সংখ্যা ৯৮টি।চেয়ারম্যান পদে ৩জন,ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!