

ইয়ং স্টার ফুটবল একাডেমী আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ ফেব্রুয়ারি) সুয়ালক এর লামার পাড়া মাঠে এই ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লে:কর্ণেল এএসএম মাহমুদুল হাসান,পিএসসি এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরষ্কার বিতরন করেন।নির্ধারিত ৯০ মিনিটের খেলা ড্র হওয়ায় ফাইনাল খেলাটি ট্রাইবেকারে গড়ায়।এতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ক্ষুদ্র নৃগোষ্ঠি দল ৫-৪ গোলে পলখাদুং ইলেভেন দল কে পরাজিত করে।ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস।এসময় বান্দরবান সেনা জোন এর কিউএম ক্যাপ্টেন ফাহিম,বান্দরবান পৌরসভা এর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যকালে জোন কমান্ডার বলেন, আমাদের আগামী প্রজন্মকে একটি শৃঙ্খল ও মাদকমুক্ত পরিবেশে রাখতে হলে খেলাধুলার কোনও বিকল্প নাই।খেলাধুলা এমন একটি শক্তি যা আমাদের নৈতিকতা কে সুদৃঢ় ও শক্তিশালী করে।লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও মননশীল সকল সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদেরকে আরও উদ্যোমী ও আত্মবিশ্বাসী করে তোলতে হবে।