

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে জেলাজুড়ে চলছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫।সোমবার (২৫ আগস্ট) একটি অনাড়ম্বর পরিবেশে অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এর শুভেচ্ছা উপহার হিসেবে সদর উপজেলায় ফাইনালিস্ট দল চড়ুইপাড়া একাদশ কে এক সেট জার্সি উপহার হিসেবে প্রদান করা হয়েছে।বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থা এর আহ্বায়ক মারুফা সুলতানা খান হীরামনি এসময় জার্সি উন্মোচন করেন এবং উপহার হিসেবে চড়ুইপাড়া একাদশের খেলোয়াড় ও কর্মকর্তার হাতে জার্সি তুলে দেন।এসময় তিনি সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের প্রতি শুভকামনা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিএইচটি টাইমস ডটকম এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক লুৎফুর রহমান (উজ্জ্বল) জানান,১১ বছর পেরিয়ে ১২ বছরে পা রাখলো অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম।এরই অংশ হিসেবে সদর চড়ুইপাড়া একাদশ কে তাদের আহবানের প্রতি সম্মান জানিয়ে এবং ক্রীড়া কে এগিয়ে নিতে উপহার হিসেবে এই জার্সি প্রদান করা হয়েছে।