এই মাত্র পাওয়া :

লাকি ভেন্যুতে জয়ের খোঁজে মোস্তাফিজের মুম্বাই


প্রকাশের সময় :১২ এপ্রিল, ২০১৮ ৭:৫৪ : অপরাহ্ণ 822 Views

স্পোর্টস ডেস্কঃ-আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে খেলার পর চলতি মৌসুমে মুম্বাইয়ে যোগ দিয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।বৃহস্পতিবার হায়দরবাদের বিপক্ষেই নিজেদের প্রথম জয়ের খোঁজে নামছে মোস্তাফিজের মুম্বাই।আসরের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অবিশ্বাস্যভাবে জেতা ম্যাচ হেরে যায় মুম্বাই।সেই ম্যাচের দুঃখ ভুলতে নিজেদের লাকি ভেন্যুতে খেলতে নামছে আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দলটি।গত আসরের ফাইনালে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামেই নিজেদের তৃতীয় শিরোপা জিতে নেন রোহিত শর্মারা।সেই ফাইনালের পর আবার চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচেই এই লাকি ভেন্যুতে খেলার সুযোগ পেয়ে গেল তিনবারের চ্যাম্পিয়নরা।এই মাঠে খেলতে নামার আগে নিজেদের অতীত সুখস্মৃতি রোমন্থন করেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।হায়দরাবাদে পৌঁছে এক ভিডিও বার্তায় মুম্বাই অধিনায়ক রাজীব গান্ধী স্টেডিয়ামকে লাকি ভেন্যু বলে উল্লেখ করেন।রোহিত বলেন, ‘আমি এই শহরটিকে (হায়দরাবাদ) ভালোবাসি।ব্যক্তিগতভাবে আমার মনে হয়,হায়দরবাদের সাথে আমার কোনো সম্পর্ক রয়েছে আলাদা।এছাড়া দলীয় পারফরম্যান্সেও এখানে আমাদের দারুণ স্মৃতি রয়েছে।গতবছর এখান থেকেই আমরা তৃতীয় শিরোপা জয় করি।তাই আমরা এই লাকি ভেন্যুতে খেলার জন্য উদগ্রীব।আসরের প্রথম জয়টাও এখানে পেয়ে গেলে মন্দ হয় না।’ তবে কাজটা সহজ হবে না মুম্বাইয়ের জন্য।কেননা নিজেদের ঘরের মাঠে খেলা প্রথম ম্যাচে জয় পেয়েছিল সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ।সেদিন রাজস্থান রয়্যালসকে হেঁসে-খেলে ৯ উইকেটে হারায় হায়দরাবাদ।তাই মুম্বাইয়ের জয়ের খাতা খুলতে মাঠেই করে দেখাতে হবে বিশেষ কিছু।গুরুদায়িত্ব পালন করতে হবে কাটার মাস্টার মোস্তাফিজকেও। তবে মোস্তাফিজকে অকেজো করে রাখতে প্রতিপক্ষ শিবিরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।বাংলাদেশি দুই ক্রিকেটারের লড়াইটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর