শিরোনাম: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট বান্দরবানে আলেম সমাজের সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস জেলা প্রশাসক মেধাবৃত্তি,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সেনা জোনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি বান্দরবানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তাঃ সুস্থ হয়ে ফিরছে ১১ বছরের জিংক থান ময় বম

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকীঃ নকআউট পর্বের ৪ খেলা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৭ আগস্ট, ২০২২ ১২:৪০ : পূর্বাহ্ণ 337 Views

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা শহরের রাজার মাঠে আয়োজিত ৮ দলীয় কাবাডি টুর্নামেন্টের নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ আগস্ট) নকআউট পর্বের চারটি খেলা অনুষ্ঠিত হয়।

নকআউট পর্বে ক ও খ দুটি গ্রুপে বিভক্ত ৮টি দলের প্রথম চারটি খেলায় বালাঘাটা বিলকিস বেগম উচ্চবিদ্যালয় ৫ পয়েন্ট এর ব্যবধানে ডনবস্কো উচ্চবিদ্যালয়,বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় ৩ পয়েন্ট এর ব্যবধানে বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২১ পয়েন্ট এর ব্যবধানে সাঙ্গু উচ্চবিদ্যালয় এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ৪ পয়েন্ট এর ব্যবধানে ডলুপাড়া উচ্চবিদ্যালয় দলকে কে পরাজিত করে সেমিফাইনালে উর্ত্তীর্ণ হয়।

রবিবার (৭ জুলাই) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সকাল নয়টায় বালাঘাটা বিলকিস বেগম উচ্চবিদ্যালয় দল বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় এবং সকাল দশটায় দ্বিতীয় সেমিফাইনালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দলের মুখোমুখি হবে।পরে বিকেল সাড়ে তিনটায় ঐতিহ্যবাহী এই কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিম এর পুরস্কার বিতরন করবেন।

উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজনে বান্দরবানে কাবাডি প্রতিযোগিতা- ২০২২ এর আয়োজন করা হয়।বান্দরবান জেলা ক্রীড়া অফিস এর সহযোগিতায় অনুষ্ঠিত এই কাবাডি টুর্নামেন্ট উপলক্ষে প্রাক প্রস্তুতির অংশ হিসেবে কয়েক দিন অনুশীলন করেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ টি দলের খেলোয়াড়রা।

এই টুর্নামেন্ট নিয়ে প্রকাশিত আরও সংবাদ পড়ুনঃ-https://www.chttimes.com/ক্রীড়াঙ্গণ/বীর-মুক্তিযোদ্ধা-শহীদ-ক্/

প্রসঙ্গত,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার (৫ আগস্ট)।তিনি ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি।নির্মম ওই হত্যাকাণ্ডের প্রথম শিকার হন শহীদ শেখ কামাল।ঘাতক বজলুল হুদা স্টেনগানের গুলিতে তাকে হত্যা করে।

২০২১ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।সরকারের ‘ক’ শ্রেণিভুক্তি দিবস হিসেবে ২০২০ সালের ৫ সেপ্টেম্বর ‘শেখ কামালের জন্মবার্ষিকী’ রাষ্ট্রীয়ভাবে পালনের প্রজ্ঞাপন জারি করা হয়।দিবসটি যথাযথ মর্যাদায় পালনে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!