

বান্দরবান হিল ম্যারাথন-২৫ আয়োজন উপকমিটি কে এক লক্ষ টাকা প্রাইজমানি হস্তান্তর করলো বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম (বিএসডিএফ)।শনিবার (২৬ এপ্রিল) সকালে বিএসডিএফ সদস্য সচিব লুৎফুর রহমান (উজ্জ্বল) বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,গত ২১ এপ্রিল রোজ রবিবার ক্রীড়া উন্নয়ন ফোরাম ও বান্দরবান হিল রানার্স সদস্যদের সাথে একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সহযোগি অংশীদার হিল রানার্সকে ১ লক্ষ টাকা প্রাইজমানি হিসেবে প্রদান করার সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়।এরই অংশ হিসেবে, অনাড়ম্বর একটি পরিবেশে পুর্বপ্রতিশ্রুতি অনুযায়ী প্রাইজমানি হিসেবে নগদ এক লক্ষ টাকা হস্তান্তর করা হয়।জানা যায়,যৌথ উদ্যোগ আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতা বাস্তবায়নে গঠিত উপকমিটির আহ্বায়ক শহীদুর রহমান (সোহেল) এবং যৌথ আয়োজক প্রতিষ্ঠান হিল রানার্স এর দুই সদস্য প্রাইজমানির এই অর্থ গ্রহন করেন।বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামের আহ্বায়ক অং চ মং প্রতিশ্রুত এক লক্ষ টাকা তাদের হাতে তুলে দেন।এসময় ম্যারাথন বাস্তবায়ন উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।তিনি আরও উল্লেখ করেন,বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম ঘোষিত ছয় ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নে ক্রীড়া উন্নয়ন ফোরামকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,বান্দরবা সেনা রিজিয়ন,জেলা প্রশাসন ও বান্দরবান সেনা জোন।ফোরাম কতৃক আবেদনের পরিপ্রেক্ষিতে বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম ঘোষিত ছয় ক্রীড়া কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের অংশ হিসেবে ক্রীড়া উন্নয়ন ফোরাম কে দশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে বান্দরবান সেনা জোন।শুক্রবার (২৫ এপ্রিল) সকালে অনুদানের এই অর্থ হস্তান্তর করা হয়। এছাড়াও বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম কতৃক আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যারাথন প্রতিযোগিতা সফলে সেনা নিরাপত্তাসহ লজিস্টিক সহায়তা প্রদান করে বান্দরবান সেনা জোন।এছাড়াও বান্দরবান সেনা রিজিয়ন ৬ ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নের জন্য ফোরামকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করে।প্রসঙ্গত,তারুণ্যের অভিযাত্রায় বান্দরবানের ক্রীড়াঙ্গন শীর্ষক বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম ঘোষিত ৬ ক্রীড়া কর্মসূচির প্রথম আয়োজন ছিলো বান্দরবান হিল ম্যারাথন।একটি বিশেষ অনলাইন সফ্টওয়ারের সাহায্যে রেজিস্ট্রেশন ফি দিয়ে তিনশোর মতো দৌড়বিদ এতে অংশ নেয়।এতে আটশো টাকা করে রেজিস্ট্রেশন ফি নির্ধারন করা হয়।ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্স এর যৌথ সভায় ফি নির্ধারন চুড়ান্ত করা উভয় সংগঠনের নেতৃত্ববৃন্দ।








