

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩ মার্চ) বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে এই সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মাসুম বিল্লাহ্।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।ফাইনাল এ ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন ৮ উইকেটে জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় বিবিএ বিভাগের শিক্ষার্থী সাইদ হাসান রাতুল।এছাড়াও বান্দরবান বিশ্ববিদ্যালয় এর শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহন করে।পুরো টুর্নামেন্টের মিডিয়া এন্ড এসোসিয়েট পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এবং ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল)।