বয়কটের ঘোষনা দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে দল ঘোষনা করলো পাকিস্থান


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :২৫ জানুয়ারি, ২০২৬ ৭:২৮ : অপরাহ্ণ 21 Views

বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে আসর বয়কটের হুশিয়ারী দেয়ার একদিন পার হতে না হতেই সবাইকে অবাক করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের জন্য দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিব)।বিসিবিকে সমর্থন জানিয়ে আসর বর্জন করলে,পিসিবিকে কঠিন পরিণতি ভোগ করতে হবে,আইসিসির এমন হুশিয়ারীর পরপরই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান।পিসিবি নিশ্চিত করেছে,সালমান আলী আঘার নেতৃত্বে পাকিস্তান এই বিশ্বকাপে অংশ নেবে।এর মাধ্যমে আসরকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটল।চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশের নাম প্রত্যাহারের পর ধারণা করা হচ্ছিল পাকিস্তানও একই পথে হাঁটবে।তবে আকিব জাভেদ ও প্রধান কোচ মাইক হেসনের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সেই পথে না হেঁটে আসরের জন্য একটি ‘ভারসাম্যপূর্ণ এবং আক্রমণাত্মক’ দল গঠনে মনোযোগ দেন।ক্রিকেট ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর হলো দলে ফিরেছেন বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদি।সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজগুলোতে দলের বাইরে থাকার পর,ব্যাটিং ও বোলিংয়ে স্থায়িত্ব ও শক্তি বাড়াতে এই অভিজ্ঞ জুটিকে পুনরায় ডাকা হয়েছে।বাবর ফিরছেন ব্যাটিং লাইন-আপের মূল স্তম্ভ হিসেবে আর শাহিন ও নাসিম শাহ বিশ্বের অন্যতম দ্রুতগতির পেস আক্রমণের নেতৃত্ব দেবেন।তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে গতি তারকা হারিস রউফের বাদ পড়ার বিষয়টি।জানা গেছে,২০২৫ সালের এশিয়া কাপে ফর্মের ঘাটতি এবং ফিটনেস নিয়ে উদ্বেগের কারণে তাঁকে স্কোয়াডে রাখা হয়নি।একইভাবে,বিগ ব্যাশ লীগে অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তান স্কোয়াড:- সালমান আলী আগা (অধিনায়ক),আবরার আহমেদ,বাবর আজম, ফাহিম আশরাফ,ফখর জামান,খাজা মোহাম্মদ নাফায় (উইকেটকিপার),মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা,নাসিম শাহ,সাহেবজাদা ফারহান (উইকেটকিপার),সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি,শাদাব খান,উসমান খান (উইকেটকিপার) এবং উসমান তারিক।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর