

বান্দরবানের পাহাড়ি জনপদে ম্রো তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে চিম্বুক পাহাড়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।শনিবার (৪ জানুয়ারি) সদর উপজেলাস্থ দুর্গম টংকাবতি ইউনিয়নে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে বিএনপি পরিবারের ব্যানারে চিম্বুক পাহাড় এলাকার এম্পু পাড়া স্কুল মাঠে পাহাড়ি পরিবেশে জমে ওঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় চিম্বুক পাড়া যুব উন্নয়ন সমিতি।খেলার শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্রীড়া উন্নয়নে বিশেষ পরিকল্পনা রয়েছে।পাহাড়ি জনপদের খেলাধুলার উন্নয়নে বিএনপি কাজ করতে চায়।পিছিয়ে পড়া ম্রো সম্প্রদায়ের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।ফাইনাল খেলায় মুখোমুখি হয় বান্দরবান সদর ম্রো ফুটবল টিম ও চিম্বুক ম্রো সমিতি।উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-০ গোলে বান্দরবান সদর ম্রো ফুটবল টিমকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে চিম্বুক পাড়া যুব উন্নয়ন সমিতি।খেলা শেষে প্রধান অতিথি রাজপুত্র সাচিং প্রু জেরী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু,জেলা বিএনপির সদস্য নি মং প্রুসহ ম্রো সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পাহাড়ি অঞ্চলের তরুণদের ক্রীড়ায় আগ্রহী করে তুলতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।







