

বান্দরবান সেনা রিজিয়ন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে “পার্বত্য প্রমীলা ফুটবল টুর্নামেন্ট”-২০২৪ এর সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় খাগড়াছড়ি ফুটবল দল ১-০ গোলে রাঙামাটি জেলা দলকে পরাজিত করে এবং চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলে।জয়সূচক একমাত্র গোলটি করেন প্রথম আসরের চ্যাম্পিয়ন দলের ৯নং জার্সিধারী তিন্নি ত্রিপুরা।তিনি এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।রানারআপ রাঙামাটি ফুটবল দলের ১১নং জার্সিধারী খেলোয়াড় মেনটি চাকমা টুর্নামেন্ট এর প্রথম হ্যাট্রিকসহ একাই চারটি গোল করেন।প্রথম আসরের সর্বোচ্চ গোলদাতাও রাঙামাটি দলের স্ট্রাইকার মেনটি চাকমা।পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং পুরষ্কার বিতরন করেন।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহিউদ্দিন আহমেদ এসজিপি, এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি।
এছাড়াও পুলিশ সুপার সৈকত শাহীন,বান্দরবান এর জোন কমান্ডার এসএম মাহমুদুল হাসান পিএসসি,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস প্রমুখ।এসময় চ্যাম্পিয়ন দলকে ত্রিশ হাজার,রানারআপ দলকে বিশ হাজার টাকা’র প্রাইজমানি উপহার তুলে দেয়া হয়।
এছাড়াও টুর্নামেন্ট আয়োজক কমিটি কে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি।এছাড়াও অংশগ্রহনকারী প্রতিটি দলকে অনুদান প্রদান করেন।স্বাগতিক বান্দরবান,রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট নারীদের ক্রীড়ামূখি রাখতে অনবদ্য ভূমিকা পালন করবে মনে করেন তিন জেলার ফুটবল ও ক্রীড়া সংগঠকরা।
এসময় বান্দরবান জেলা প্রশাসন,সেনা রিজিয়ন,জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থা এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।