

না ফেরার দেশে পাড়ি জমালেন বান্দরবানের কিংবদন্তী ক্রীড়াবিদ সাচিং প্রু এমে।বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২.২৪ মিনিটে চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগসহ উচ্চ ডায়েবিটিসে ভুগছিলেন।যিনি একাধারে ফুটবল, সাঁতার,অ্যাথলেটিক্স এ বান্দরবান জেলার প্রতিনিধিত্ব করেছেন।তিনি বান্দরবান জেলা ফুটবল দলের নিয়মিত সদস্য হিসেবে এককালে তারকা খ্যাতি অর্জন করেন।বান্দরবান জেলা ফুটবল দলের সাবেক এই কৃতি সদস্য ফুটবল মাঠে অনবদ্য ক্রীড়া প্রদর্শন করে পেয়েছেন অমরত্ব।এছাড়াও ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি ছিলেন সদালাপী নির্লোভ একজন কিংবদন্তী তুল্য আইকন।বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর নির্বাহী সদস্য হিসেবে দীর্ঘসময় তিনি সততার সাথে দায়িত্ব পালন করেন।সাচিং প্রু এমে এর মৃত্যুর খবরে বান্দরবানের সর্বমহলে নেমে এসেছে শোকের ছায়া।তার এই মৃত্যুতে বান্দরবানের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে এবং গভীর শোকের আবহ তৈরি করেছে।ক্রীড়াবিদ সাচিং প্রু এমে এর মহাপ্রয়ানে শোক জানিয়েছে অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এর প্রতিষ্ঠাতা ও বান্দরবান সদর উপজেলা ক্রীড়া সংস্থা এর সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল)।পৃথক বার্তায় শোক জানিয়েছে বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামসহ ক্রীড়াঙ্গনের নানা পর্যায়ের ব্যাক্তি ও ক্রীড়া সংগঠন।