

গত (৯ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হওয়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২৫ এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আলীকদম উপজেলা কে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্ট এর শক্তিশালী নাইক্ষ্যংছড়ি উপজেলা দল।বিকেলে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং সেরা খেলোয়াড়ের হাতে ম্যান অফ দ্যা ম্যাচ পুুরষ্কার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।এসময় জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক অ্যাডভোকেট উবাথোয়াই মারমা,জেলা পরিষদ সদস্য খুরশিদা ইসহাক,মো.নাছির উদ্দিন, মং এচিং চাক,জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।নাইক্ষ্যংছড়ি ফুটবল দলের সুই থোয়াই মারমা অসাধারন নৈপুন্য প্রদর্শন করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।ধারা বর্ননায় ছিলেন সাবেক ফুটবলার মাহফুজুর রশিদ বাচ্চু।নকআউট পর্বের সব খেলা শেষে ১ম সেমি ফাইনালে নাইক্ষ্যংছড়ি বনাম লামা উপজেলা এবং দ্বিতীয় সেমিফাইনালে বান্দরবান পৌরসভা বনাম থানচি উপজেলা মুখোমুখী হবে।১২ এবং ১৩ই ডিসেম্বর সেমিফাইনাল এর খেলা দুটি বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।জেলা পরিষদ সুত্রে জানা যায়,টুর্ণামেন্টে বান্দরবানের ৭টি উপজেলা আর বান্দরবান পৌরসভা ফুটবল দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে।আগামী ১৪ ডিসেম্বর টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।টুর্নামেন্টে অংশ নেয়া সকল দলকে আকর্ষণীয় পুরস্কার এবং চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে গোল্ডকাপ ট্রফি।







